ঘাতক সালামের ফাঁসির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ কাজিপুর পৌরসভার শ্রমিক মদন রবিদাসকে বেদম প্রহারের ঘটনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু প্রতিবাদ, মদনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ঘাতক সালামের ফাঁসির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪ মে) সকাল ১১ টায় মুজিব সড়ক, চৌরাস্তা নাজমুল চত্বরে এই মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিডিইআরএম এর সভাপতি কুন্ডল রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ সদর থানার সভাপতি, সাংবাদিক অশোক ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিরেন দাস, বাংলাদেশ রবিদাস ফোরাম বিআরএফ জেলা শাখার সভাপতি বাবলু রবি দাস ভুট্টা, সাধারণ সম্পাদক দিলীপ রবিদাস , সাংগঠনিক সম্পাদক সবুজ রবিদাস, বিআরএফ কাজীপুর উপজেলার শাখার সভাপতি জহরলাল রবিদাস, বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো , বাংলাদেশ হিন্দু পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কৃষ্ণ মোহন্ত, সদস্যসচিব সুব্রত সাহা, তৃণমূল হিন্দু অক্ষ পরিষদ সিরাজগঞ্জ এর সভাপতি রতন গুপ্ত, সাধারণ সম্পাদক চঞ্চল রায়, বাংলাদেশ হরিজন অক্ষ পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার হেলা, বাংলাদেশ বাশফোর হরিজন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব রতন বাশফোর রতন বাশফোর, হত্যাকাণ্ডের শিকার মদন রবিদাসের বিধবা স্ত্রী দুলালী রানী রবিদাস, ও নিহত ভাই শংকর রবিদাস ও তার ছেলে জয় রবিদাস ও বিজয় রবিদাস ।
এসময় বক্তাগণ বলেন, অনতিবিলম্বে ঘাতক সালাম কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দাবি করি। কাজিপুর পৌরসভার মাস্টাররোলে ঝাড়ুদার হিসেবে চাকরি করতেন মদন রবিদাস। কাজিপুর উপজেলার চর পাড়া নিবাসী মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুস সালাম একজন ভুটভুটি নসিমন চালক। ঘাতক আব্দুস সালাম তার ভুটভুটি নসিমন আনুমানিক সাত মাস আগে বিক্রি করেন। সেই ভুটভুটি বিক্রয় করার পর এর পেছনে বসার টুল দুইটি কাজিপুর পৌরসভার ভিতর একটি পরিত্যক্ত ট্রাকের উপর রাখে ২ টি হারিয়ে গেলে আসামি আব্দুস সালাম পরিচ্ছন্নতাকর্মী মদন রবিদাস কে সন্দেহ করে এবং বিভিন্ন সময়ে তা খুঁজে বের করে দিতে বলে। এ সময় পূর্বের মতোই আসামি আব্দুস সালাম তার হারানো ভুটভুটি মদনে কাছে ফেরত চায়। বরাবর নেয়ায় মদন রবিদাস তার কাছে টুল নেয় বলে তাকে জানায়।. ঠিক তখন আসামি আব্দুস সালাম মদন রবিদাসের উপর ক্ষিপ্ত হয়ে ময়লা গাড়িতে থাকা তার ব্যবহৃত ঝাড়ু দিয়ে ঘাড়ের উপরে কাঠের হাতল অংশ দ্বারা মদনের মাথায় লক্ষ্য করে হত্যার উদ্দেশে একাধিকবার আঘাত করে থাকে। সে সময় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এরপর মদন রবিদাসের অবস্থা কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। এরপর হাসপাতালের বিছানায় অজ্ঞান হয়ে কাতরাতে থাকেন। ১১ মে ২০২২ ইং দুপুর ১২ টা ২৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
উল্লেখ্য, মানববন্ধন ও সমাবেশ থেকে নিহত মদন রবিদাসের পরিবারকে এক কোটি টাকা দেওয়া জন্য আহবান জানানো হয়েছেে।