ঘাটিনা সেতুর নিচ হতে অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার -সিরাজগঞ্জের উল্লাপাড়ায়
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীর উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘাটিনা পালপাড়া এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ গণমাধ্যমকে জানান, ফুলজোড় নদীর ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় দুই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ১০-১২ দিন আগে এ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।