ঘরোয়া আয়োজনে শেষ করলো কামারখন্দের চৌবাড়ী কলেজের নবীন বরণ।
খাইরুল ইসলাম (স্টাফ রিপোর্টার);
নব নবীনের গাহিয়া গান,সজীব করিব মহাশ্মশান’ নতুন সবসময়ই যেনো স্বপ্ন দেখায়…পুরোনো যদি স্বর্ণ হয় তবে নতুন যেনো হীরে…নতুনকে ঘিরেই তৈরী হয় ভবিষ্যৎ । ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ এর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অতুলনীয়। তার রেষ ধরেই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক এবং মানসম্মত শিক্ষা তুলে দিতে এই কলেজ আয়োজন করেছে নবীন বরণ ২০১৯।
কামারখন্দ উপজেলার চৌবাড়ি ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের নবীন বরণ ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে শেষ করলো । সোমবার সকাল ১০ টায় কলেজের হল রুমে সকল শিক্ষক/শিক্ষিকা এবং নতুন-পুরাতন ছাত্র/ছাত্রীদের নিয়ে এ আয়োজন করে কলেজ কর্তপক্ষ । মো. জুনায়েদ হোসেন এর সভাপতিত্বে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই নবিন বরণ অনুষ্ঠানে সকল নতুন ছাত্র/ছাত্রীদের ফুল দিয়ে এবং মিষ্টি মূখ করিয়ে বরণ করে নেওয়া হয় । এসময়ে সকলের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কলেজের উপাদক্ষ মো. হাসান ইমাম তালুকদার, সহকারী অধ্যাপক মো. খালিদ হাসান, মো. শফিকুল ইসলাম, টি এম মুস্থাফিজুর রহমান প্রমূখ ।