তাড়াশ

ঘড় পলেন একবেলা হোটেলে কাজ করা নারী ইউপি সদস্য 

লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:

অবশেষে  ঘড় পেয়েছেন বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের দুই দুই বারের বিপুল ভোটে নির্বাচিত বর্তমান ইউপি সদস্য মোছাঃ খোদেজা বেগম। খোদেজা বেগমকে ঘড় নির্মাণ করে  দিয়েছেন হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট।

খোদেজা বেগম ইউপি সদস্য নির্বাচিত হয়ে ও ১৫০ পঞ্চাশ টাকা মজুরী দিন হাজিরায় তাড়াশ শাহ হোটেল থালা বাসন পরিস্কার কাজ করে থাকে। তিনি এতটাই দরিদ্র যে বসবাসের জন্য কোন ঘড় ছিল না।কুড়ে ঘড়ে বসবাস করতেন। তাকে নিয়ে বেশ কিছু জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।এ সংবাদের পরিপ্রেক্ষিতে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের দৃষ্টিতে আসলে তারা ঘড় নির্মানের প্রতিশ্রুতি দেন।সেই মোতাবেক আজ ৯ সেপ্টেম্বর শনিবার সকালে খোদেজা বেগমের নিজ গ্রাম বিনসাড়ায় নতুন টিনের ঘড়,টিউবওয়েল ও বাথরুম । মান্নান চ্যারিটেবল ট্রাষ্টের অর্থায়নে নির্মাণ করে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টার পরিচালক শাহবাজ খান সানি ,যমুনা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল,ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার,তাড়াশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব,তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ, স্বপ্ন নিয়ে পথ চলার পরিচালক বাহাদুর, ভিলেজ ভিশনের ভলান্টিয়ার সিয়াম,সাগর ও শামীম প্রমুখ।
উল্লেখ্য: ইউপি সদস্য খোদেজা বেগম সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন।