শাহজাদপুর

গ্রেফতার সাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক আসামি

শাহজাদপুরে সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বারাবিল সরকারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া, সাংবাদিক শিমুল হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি কামাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়