সিরাজগঞ্জ

গ্রুপ থিয়েটার ফেডারেশন বিশেষ সাধারণ পরিষদ সভা সিরাজগঞ্জ নাট্য সংগঠন প্রতিনিধি বৃন্দের যোগদান

মোঃ হোসেন আলী (ছোট্ট)ঃ

  দেশের রাজনৈতিক ও সংস্কৃতি চর্চার চলমান বর্তমানে বাস্তবতায় থিয়েটাারের ভবিৎত কুয়াশাছন্ন ও সংকটময়।  দেশ  মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির ধারক ৪৪ বছরের ঐতিহ্যবাহী লড়াকু সকলের প্রিয় জাতীয় সংগঠন  ফেডারেশানের পুর্নগঠন এখন সময়ের দাবি  তাই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান  বিশেষ সাধারণ  পরিষদ সভায়  সিরাজগঞ্জ নাট্য সংগঠন প্রতিনিধি বৃন্দের ঢাকায় যোগদান করেছে।
শুক্রবার ( ২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির  চিত্রশালা মিলনায়তন ( চারুকলা ভবনের ৪র্থ তলা) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান  বিশেষ সাধারণ পরিষদ সভায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের অনুষ্ঠান  বিষয়ক  সম্পাদক  খন্দকার মোঃ  শাহআলম, সভায়  সভাপতিত্ব করেন  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ( কেন্দ্র)  লাকী ইনাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সেলিম নাট্য ব্যাক্তিত্ব ও  টিভি অভিনেতা  ঝুনা চৌধুরী, এবং  নাদের চৌধুরী, বিশিষ্ট আলোক  প্রক্ষেপন ঠান্ডু রায়হান, ,সহ-
এসময়ে উপস্থিত আরো উপস্থিত ছিলেন কথক থিয়েটারের সভাপতি মোঃ হাফিজুর সামাদ, সংগ্রামী নাট্য দলের সভাপতি আহমেদ শরীফ, প্রসূন থিয়েটারের সভাপতি এডভোকেট মাহবুবে খোদা টুটুল,  রুপক নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক মোঃ গোলজার হোসেন, নাট্য চক্রের  সাধারণ সম্পাদক  শেখ ইমরান মুরাদ, জহির রায়হান থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠন মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট,  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় নারী নেতৃ কবি তাহমিনা কলি, নাবিক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম, থিয়েটার মঞ্চের পরিচালক সংগঠন রাকিবুল ইসলাম, 
উল্লেখ্য ঃ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বিশেষ সাধারণ  পরিষদ সভায়  কেন্দ্রীয় অন্তবর্তী কমিটি আগামী ৩ মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।  এ কমিটিতে আহবায়ক হিসেবে সাধারণ সভায় কন্ঠভোটে বিশিষ্ট নাট্য ও টিভি ও নির্দেশক নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ কে এবং  সদস্য  হিসেবে মলয় ভৌমিক,  হায়দার,  নাদের চৌধুরী,।