গাজিপুরের জিরানি থেকে কাশেমপুর রাস্তা যেন পথচারীদের মরণফাঁদে পরিণত হয়েছে।
গাজিপুরের জিরানি থেকে কাশেমপুর রাস্তা যেন পথচা’রীর মরনফাদে পরিণত হয়েছে।গাজিপুরের অন্যতম ব্যস্ততম সড়ক যেখানে লাখো মানুষের যাতায়াত একমাত্র মাধ্যম।কিন্তু ১২ বছরেও সংস্কার করা হয়নি এই ব্যস্ততম সড়ক । কাশিমপুর তৈরি পোষাক কারখানায় বিশেশায়িত হওয়ার কারনে বিভিন্ন জেলার লোকের বসবাস।কাশিমপুর হতে শ্রীপুর ও কাশিমপুর হতে জিরানী বাজার রাস্তা দুটি মহা সড়কের সংযোগ সড়ক হওয়ায় সড়ক দুটি অত্যান্ত জনবহুল।এই সড়কের পাশে গড়ে উঠেছে শত শত শিপ্লকারখানা তাই এখানে লাখো মানুষের বাস। এ সড়ক ধরে প্রতিদিন লাখো মানুষের চলাচল। কিন্তু দুঃখের বিষয় সড়ক দুটি প্রায় ১০ বছর যাবৎ চলাচলের অনুপযোগি। প্রায় ১ যুগ পুর্বে নির্মিত কাশিমপুর -জিরানী সড়কের পুঃর্নিমান ২ বছর আগে শুরু হয়ে ৭. ৫ কিমি এর মধ্য প্রায় ১ কিমি ঢালাই হয়েছে। সড়ক আর সড়ক নেই এটা আজ নদর্মায় পরিনত হয়েছে।ড্রেনের পানিতে সড়ক আজ প্লাবিত। প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনায় আহত হচ্ছে পথচারী ঠেলাগাড়ি সাইকেল ও রিক্সা চালক। এই গতিতে কাজ হলে বাকি কাজ করতে আর কতো সময় লাগবে?। এ ভোগান্তির শেষ কোথায়? বতর্মানে সড়কটি পায়ে হেটে চলারও অনুপযুগি। । এলাকাবাসীর দাবী আমাদের এই সড়কটি অগ্রাধিকারের ভিত্তিতে সচল করে দ্রুত সংস্কার ব্যবস্থা করে এলাকাবাসীর চলাচলের ভোগান্তি থেকে রক্ষা করুন।