উল্লাপাড়া

গত ২৩ বছরেও এমপিও ভুক্তি হয়নি উল্লাপাড়ার প্রতাপ টেকনিক্যাল কলেজ

উল্লাপাড়া প্রতিনিধিঃ

নিজস্ব জমি, ভবন ও প্রয়োজনীয় শিক্ষার্থী থাকার পরও প্রতিষ্ঠার ২৩ বছর পার হলেও সরকারী এমপিও ভুক্তি হয়নি প্রতাপ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেণ্ট কলেজ । ফলে ওই কলেজের ১৪ জন শিক্ষক- কর্মচারি দীর্ঘ দিন ধরে পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছেন ।
উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ হাটের পাশেই বিগত ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয় । কলেজের নিজ নামে জমির পরিমাণ এক একর সাড়ে ২৫ শতক । প্রতিষ্ঠার পর পরই কলেজের নিজস্ব জায়গায় পাকা ভবনে অফিস রুমসহ শিক্ষার্থীদের জন্য একাধিক ক্লাস রুম নির্মাণ করা হয়েছে। কলেজের দায়িত্বশীল সুত্রে জানা গেছে কলেজের শিক্ষক সংখা ৭ জন ও বিভিন্ন পদে কর্মচারী ৭ জন রয়েছেন । সরকারী এমপিও ভুক্ত না হওয়ায় এরা কেউ সরকারী বেতন ভাতা সহ কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেন না ।
কলেজটিতে শুরু থেকেই “ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট” নামে দু’টি ট্রেড চালু রয়েছে । চলমান শিক্ষা বর্ষে কলেজটিতে ১৭১ জন শিক্ষার্থী পাঠদান নিচ্ছেন । বিগত চার বছরের কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল বেশ ভালো বলে জানা গেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকিদা সুলতানা জানান কলেজটি প্রতিষ্ঠার তিন বছর পর এমপিও ভুক্ত হয় । অজ্ঞাত কারণে তা আবার বাতিল করা হয় । এর পর থেকে এমপিও ভুক্তির জন্য জোরালো চেষ্টা চালানো হচ্ছে । কলেজটি এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবতার জীবন-যাপন করছে । তিনি আরো জানান কলেজে নতুন কমিটি গঠন হয়েছে। তিনি আশা করছেন চলমান নীতিমালা ( সংশোধিত ) আলোকে কলেজটি এমপিও ভুক্ত হবে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান এমপিও ভুক্তি হওয়ার সরকারী নিতিমালার সর্তগুলো শতভাগ পূর্ণ না হলে এমপিও ভুক্ত হয়না । হয়তোবা কোনো একটি সর্ত পূর্ণ করতে কলেজ কর্তৃপক্ষ পারছে না ।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৭/০৪/২০২৪