সিরাজগঞ্জ

গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনে এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি বিষয়ক কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহন প্রকল্প সিএসও এবং গণমাধ্যমকর্মীদের অংশ গ্রহনে এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল মিলনায়তনে মানবমুক্তি সংস্থা (এমএমএস)’ রি-কল প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তাগন বলেন- প্রত্যান্ত চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোকে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে ।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততা ও নিষ্টার সাথে কাজ করার আহবান জানান । মানবমুক্তি সংস্থা (এমএমএস)’র আয়োজনে অক্সফ্যাম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)’র অংশীদারিত্বের ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)এর আর্থিক সহায়তায় এমএমএস রি-কল ২০২১ প্রকল্পের কর্মকৌশল টেকসই উন্নয়ন অভিষ্ঠ(এসডিজি) সম্পর্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে বিপদাপন্ন প্রান্তিক জনগোষ্ঠি, সুশীল সংগঠন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন সমুহকে শক্তিশালী করাই এই প্রকল্পের মুল উদ্দ্যেশ্য। বক্তাগন আরো বলেন, চরাঞ্চলের দরিদ্রজনগোষ্ঠিকে জীবিকার পথ নিশ্চিত করতে সমস্যা সম্ভবনার কর্মকৌশল পরিকল্পনায় সাংবাদিকদের লিখনীর মাধ্যমে বিশেষ ভুমিকা রাখার আহবান জানানো হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন, এনজিও ফোরামের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন, ওমেন চেম্বার অব কমার্সের আহবায়ক নিয়াজী সুলতানা, উন্নয়ন সংস্থার পরিচালক গোলাম রব্বানী বাবু, সুখ’ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দৈনিক আজকালের খরব পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জহুরুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমূখ। কর্মশালায় অসহায় জনগোষ্ঠির সমস্যা সম্ভবনার সকল বিষয়ে উপস্থাপন করেন, রি-কল প্রকল্পের সমন্বয়কারি মনিরা সুলতানা। এসময় স্থানীয় জাতীয় প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া, সুশীল সমাজের নেত্ববৃন্দসহ মানবমুক্তি সংস্থার কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।