খোকসাবাড়ীর গুনেরগাতী,নিস্তারানী স্কুলে নৌকার প্রচারনায় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান পুলক।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান।
২২ ডিসেম্বর (শনিবার) বিকেলে জাহিদ হাসান সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতি এবং নিস্তারানী প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করে লিফলেট বিতরণ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। দেশব্যাপী তারকা শিল্পীদের প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ জন্মস্থান সিরাজগঞ্জে নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন।
অভিনয় শিল্পী জাহিদ হাসান আসার কথা শুনে দলে দলে বিভিন্ন বয়সের নারী পুরুষ গণসংযোগস্থলে ছুটে আসেন। জাহিদ হাসান স্থানীয়ভাবে পুলক নামে পরিচিত। জাহিদ হাসানের গণসংযোগের সময় সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, খোকশাবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান রাশিদুুল ইসলাম রশিদ মোল্লা সহ স্হানীয় আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের বিপুল খ্যক নেতা- কর্মীরা ও সাধারন মানুষ অনেকেই উপস্থিত ছিলেন