সিরাজগঞ্জ

খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) বিকাল খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ।

খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্র করছে বিএনপি- জামাতের সন্ত্রাসীরা তাদেরকে রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবংআর নাশকতা করলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগের নৌকা মার্কা ভােট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারোও প্রধানমন্ত্রী করতে হবে। সেই লক্ষ্য আপনারা কাজ করুন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,
জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল পৌরর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ।

এসময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন তালুকদার, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল খালেক শেখ, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ ভূঁইয়া, সহসভাপতি কামরুল হাসান নিকি, আব্দুর রউফ মুকুল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ, প্রচার সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন আঃলীগ নেতা আব্দুল হাই তালুকদার, আঃ লীগ নেতা ডাঃ মনিরুজ্জামান বাবলু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বিপথগামী ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নিহত বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।