খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাড়াশ যুবদলের মানববন্ধন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানব বন্ধন করেছে তাড়াশ উপজেলা যুবদল। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধান মন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানব বন্ধন করে।
এই সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স,ম আফসার আলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল বারিক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, যুবদল নেতা আব্দুল হাকিম, দুলাল সোহেন, জিয়াউর রহমান জিয়া, শরিফুল ইসলাম, আব্দুল লতিফ, আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, সরকার দেশ থেকে বিরোধী দল নির্মূল করার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তাকে তার প্রাপ্য জামিনও দেয়া হচ্ছে না।আমরা দ্রুত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করছি ।