চৌহালী/এনায়েতপুর

খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি, আবু সাইদ বিদ্যুৎ, ও মোঃ আবু সাইদ সরকার ৮০ ভোট পেয়ে আবারো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিয় আবু ছাইদ বিদ্যুৎ সভাপতি নির্বাচিত হলেও,
সাধারণ সম্পাদক পদে ২৩৬ ভোট নিয়ে ৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। আবু সাইদ সরকার ৮০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী আবু হানিফ মেম্বর পেয়েছেন ৬২ ভোট এবং আবু ছাইদ পেয়েছেন ৬১ ভোট। ৮ ভোট বেশি পেয়ে আবু ছাইদ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

৩ মার্চ বুধবার দিন ব্যাপী এই সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় চৌহালী সরকারী কলেজ মাঠে। এতে রফিকুল ইসলাম গনি মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ আব্দুল মমিন মন্ডল। এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, আব্দুর রশিদ বাবুল, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, কামরুল হায়দার মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।