খালে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছোট কুমিরা এলাকায় কুমিরা খালে গতকাল মঙ্গলবার বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে।
নিখোঁজ কিশোরের নাম মো. রাহাত (১৩)। সে কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের ছবির আহম্মদের ছেলে। রাহাত কুমিরা আবাসিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা দুইটার দিকে অতিবৃষ্টিতে পাহাড়ি পানির চাপে প্রচণ্ড স্রোতে ওই কিশোর ডুবে যায়।
গতকাল রাতে কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাহাতকে উদ্ধার অভিযানে নামে। রাতে বৃষ্টি ও অন্ধকারে উদ্ধারকাজ ব্যাহত হয়। আজ বুধবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা বলেন, কৈশোরের দুরন্তপনায় গতকাল বেলা দুইটার দিকে কয়েকজন সহপাঠী নিয়ে রাহাত খালের পানিতে সাঁতার কাটতে যায়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুর্ঘটনার সময় সে গাছ থেকে খালের পানিতে লাফ দেয়। পরে প্রচণ্ড স্রোতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। একপর্যায়ে সে ডুবে যায়। পরে আর ভেসে ওঠেনি।
স্টেশন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর রাহাতের পরিবারের সদস্যদের না জানিয়ে সহপাঠীরা যে যার মতো করে চলে যায়। বিকেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকলে দুর্ঘটনার বিষয়টি জানা যায়। গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। রাত ১০টায় অভিযান বন্ধ করে উদ্ধারকারী দল ফিরে যায়। আজ সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।