খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা আইনজীবি ঐক্য ফ্রন্টে মানববদ্ধন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুমুক্তি,বিচার বিভাগের স্বাধীনতা,গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগের দাবিতে সিরাজগঞ্জ জেলা আইনজীবি ঐক্য ফ্রন্টের উদ্যাগে বিক্ষোভ ও মানববদ্ধন করেছে।
মঙ্গলবার (০৬ নভেম্বর’১৮) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি’র কার্যালয়ের সামনে জেলা আইনজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃআব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে, বিক্ষোভ ও মানববদ্ধনে অংশ গ্রহন ও বক্তব্য রাখেন, সাবেক এমপি এ্যাডঃ শামছুল আলম, সাবেক পি পি এ্যাডঃ রেজাউল করিম তালুকদার, জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রফিক সরকার, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ রুহুল আমিন বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ এস এম নাজমুল ইসলাম,এ্যাডঃ ইসমাঈল হোসেন হাসু, এ্যাডঃ আবুল কাশেম,এ্যাডঃগফুর প্রমুখ।
তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, দেশ নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার আশুমুক্তি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাকরে,একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরেপক্ষ সরকারের অধীনে করার জন্য আহবান জানান।