খালেদা জিয়ার ধানের শীষ এখন জনগণের পেটের বিষ – নাসিম
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ
জামায়াত-বিএনপিকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৯ মাসে অনেক ব্যারিস্টার ধরেও ড. কামাল হোসেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার ধানের শীষ এখন জনগণের পেটের বিষ। দীর্ঘ ৯ মাসে অনেক ব্যারিস্টার ধরেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি ড. কামাল হোসেন । সেমিফাইনালে হেরে গেছেন, এবার আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল খেলাতেও হেরে যাবেন তিনি।’
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার কোবদাসপাড়ায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার কোনও বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বিদেশি পত্র-পত্রিকাসহ সারা দুনিয়া এবার বলছে এবার শেখ হাসিনাই জয়ী হবে। তার উন্নয়ন ও জঙ্গি দমনের কারণে বিশ্বের নেতারাও আবারও তাকে দেখতে ক্ষমতায় দেখতে চান। শিক্ষকদের মর্যাদা ও কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে বিশ্বের দরবারে এ দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছেন তিনি।’
মোহাম্মাদ নাসিম আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার কারণে এ জেলা ভাঙন মুক্ত হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে তিনি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দেওয়ায় এটি এখন শান্তি ও উন্নয়নের শহর। প্রয়াত জাতীয় নেতা শহীদ মনসুর আলী, স্থানীয় নেতা মোতাহার হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধের সংগঠক আমির হোসেন ভুলু ও আব্দুল লতিফ মির্জার কারণে এটি বরাবরই ঐতিহ্যবাহী শহর। তাই অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নাসহ সিরাজগঞ্জের ৬টি আসনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয় মানেই শেখ হাসিনার জয়। তার জয় মানেই আবারও সিরাজগঞ্জে উন্নয়ন।’
তিনি বলেন, ‘সাবেক বিদ্যুতমন্ত্রীর সময় বিদ্যুতের উন্নয়ন না হলেও নিজের উন্নয়ন হয়েছে। একটি কলেজ ছাড়া আর কোনও উন্নয়ন হয়নি। অথচ আওয়ামী লীগ আমলে সিরাজগঞ্জে হাজার কোটি টাকা ব্যয়ে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হয়েছে, শিল্প পার্ক হচ্ছে, বিদ্যুত প্রকল্প হয়েছে, বন্ধ কওমী জুট মিল খুলে দেওয়া হয়েছে, জেলার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন থেকে রক্ষা হয়েছে। শেখ হাসিনার সময় জেলার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছেছে। অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলার ৬টি আসনে নৌকা জয়ী হলেই আবারও এখানে উন্নয়ন হবে।’
সভায় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘নির্বাচনের বাকি আছে কয়েকদিন, অথচ এখনও মাঠে নামেনি বিএনপি। ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়েছে ৭ দিন সময় পেলেই তারা নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ করে জয়ী হবে। এখন ২০০১ সালের মতো সেই মগের মুল্লুক নেই। গত ১০ বছরে স্বামী-স্ত্রী (টুকু-রুমানা) যখন এমপি ছিলেন, তখন সিরাজগঞ্জের এ আসনে উন্নয়ন না হলেও অগ্নি ও হত্যা-সন্ত্রাস হয়েছে। গনেশ, কুদ্দুস, জুয়েল, সাইফুল, মোস্তফাকে হত্যা করা হয়েছে। মোহাম্মদ নাসিমকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে আওয়ামী লীগ নেতা কুদ্দুসকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসও করে না। ওরা খুন করতে পারে, কিন্তু ভোটের মাধ্যমেই এসব খুন-হত্যা এবং অগ্নি সন্ত্রাসের বিচার করতে হবে।’
বিকালে শিয়ালকোলের জনসভায় ও মিরপুর ওয়াপদা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গত ১০ বছরের উন্নয়নের নানান চিত্র তুলে ধরে এমপি মুন্নার পক্ষে নৌকায় ভোট চান মোহাম্মাদ নাসিম। এছাড়া তিনি দুপুরে শহরের এস এস রোডের মানুষের কাছেও নৌকায় ভোট চেয়েছেন।
এর আগে দুপুরের কোবদাসপাড়ার নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাসিম পাভেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজ্জাদ হায়দার লিটন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, জেলা যুবলীগ সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম ও পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ প্রমুখ।