খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবীতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি দাবীতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম আনোয়ার হোসেন রাজেশ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, মুন্সী জাহিদ আলম, জেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম আলো,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ,সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন প্রমুখ।