খালেদা জিয়ার মুুক্তি কামনা করে শাহজাদপুুরে এম.এ মুহিতের দোয়া ও ইফতার মাহফিল
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরুর রোগমুক্তি কামনায় একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে সংসদ সদস্য প্রার্র্থী ড. এম,এ মুহিতের উদ্যোগে তার শ্র্রীফলতলা বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ রোববার বিকেলে ড.এম,এ মুহিতের সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি আব্দুুল্লাহ আল মাহমুদের উপস্থাপনায় ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা আব্দুল আজিজ, এড. রায়হান আলী প্রমুখ। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরুর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।