খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জে জেলা যুবদলের মানববন্ধন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা যুবদলের আয়োজনে, সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্হ দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে জেলা যুবদল সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “এক ব্যাক্তির প্রতিহিংসার কারণে আজ ভূয়া মামলায় দেশমাতা কারাগারে। অনেক ধৈর্য ধরা হয়েছে। এবার শুরু হয়েছে দেশমাতার মুক্তির একদফার আন্দোলন। ধাপে ধাপে আন্দোলন চূড়ান্তপথে নিয়ে যাওয়া হবে।” তিনি নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানান। এছাড়া তিনি সদ্য ঢাকার পল্টন হইতে গ্রেফতারকৃত জেলা ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেনের সবুজের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মীর্জা মোস্তফা জামান, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।