রায়গঞ্জ/সলঙ্গা

খাজা মোজাম্মেল হক (রহঃ) ফাউন্ডেশনের উদ্দ্যেগে সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থী মাঝে বৃত্তি প্রদান।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:

খাজা মোজাম্মেল হক (রহঃ) ফাউন্ডেশনের উদ্দ্যেগে সিরাজগঞ্জে ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৭তম বৃত্তি ও সন্মাননা প্রদান করা হয়েছে।

রোববার ( ২৮অক্টোবর’১৮) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উদ্যেগে অষ্টম ও দশম শ্রেণীর মেধাবী ৩৫১ জন ছাত্র-ছাত্রীরদের বৃত্তি ও সন্মাননা সনদ প্রদান এবং ১৬২৭ জন ছাত্র-ছাত্রীদের সন্মননা সনদ প্রদান করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা, শহিদুল ইসলাম, ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব জোবায়ের হোসেন।
অনুষ্ঠান চলাকালে সংগীত বিশিষ্ট শিল্পী শুভ্রদেব গান পরিবেশন করেন এবং টিভি নাট্য অভিনেতা মীর সাব্বির উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ ২৮.১০.২০১৮