কোরবানীর গরু নিয়ে চরম বিপাকে তাড়াশের খামারীরা
লুৎফর রহমান, তাড়াশঃ
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর গরু নিয়ে চরম বিপাকে পড়েছে তাড়াশের খামারীরা । কোরবানীর গরু বিক্রয় নিয়ে চরম শঙ্কায় আছেন খামারীরা। মহামারি করোনার কারনে চলমান লকডাউনের ফলে গরু বিক্রি করতে না পারায় খামারীদের কপালে দুঃশ্চিন্তায় ভাঁজ ।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলার ১১২টি খামারে ১১হাজার ৬শতটি সাঁড় ও ১৪ হাজার ৮শতটি ছাগল কোরবানীর জন্য প্রস্তুত রয়েছে। যা আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিক্রয় করা হবে। তবে চলমান লকডাউনের কারনে সঠিক সময়ে ন্যায্য দামে বিক্রয় করতে পারবেন কিনা এই শঙ্কা করছেন গরুর মালিক ও খামারীরা।

উপজেলার নওগাঁ ইউনিয়নের গোয়াল গ্রামের সফল খামারী আইয়ুব আলী বলেন,তার ১০টি সাঁড় গরু রয়েছে। একটিও বিক্রি করতে পারছিনা। প্রতিবছর ঈদের ২০ থেকে ২৫ দিন আগে থেকেই ঢাকার ব্যাপারীরা খামার থেকে গরু কিনে নিয়ে যায় এ বছর লকডাউনের ফলে ব্যবসায়ীরা আসতে না পাড়ায় এবছর সেই কেনা বেচা নাই। কোরবানীর ১২ দিন বাঁকি কোন ব্যবসায়ীরাই আসেন নাই।
নাজির উদ্দিন নামের এক ছাগলের খামারী বলেন ছাগলের ছবি ও ভিডিও অনলাইনে বিক্রয়ের জন্য পোষ্ট দিয়েছি। কিন্ত তাতে কোন সাড়া নেই।
তালম ইউনিয়নের চৌড়া গ্রামের শহিদুল ইসলাম জানায়,আমার দুটি দেশী জাতের গরু আছে। বাড়িতে এসে স্থানীয় কয়েকজন দাম দর করে গেছেন। কিন্তু তারা যে দাম করেছেন বাজার মুল্যের অর্ধেক। ওই দামে বিক্রি করলে লোকশান গুনতে হবে।
উপজেলার কাজিপুর গ্রামের খামারী আলহাজ্ব আবুল কালাম আজাদ জানায়, কোরবানী উপলক্ষে ২০টি বড় জাতের গরু পালন করেছি। সেই গরু বিক্রি নিয়ে চরম বিপাকে,দু’একজন ক্রেতা খামারে আসলেও তারা আশানুরুপ দাম না বলায় গরু বিক্রি করতে পারছি না।
মাধাইনগড় ইউনিয়নের গুরমা গ্রামের গরুর খামারী তোকিবুল্লাহ জানান, কোরবানীর হাটে বেশি দামে বিক্রির আশায় ৫ টি বড় জাতের ষাঁড় গরু গত দুই বছর ধরে মোটাতাজা করেছি। করোনার কারনে গরুর হাট বন্ধ হওয়ায় কি করব বুঝতে পারছিনা।
এ বিষয়ে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল আলম খান জানান, খামারীদের গরুর ছবি,নাম ঠিকানা,মোবাইল নম্বর দিয়ে অনলাইনে কোরবানীর পশুর হাটের নামে ফেসবুক পেইজে গরু বেচা কেনার ব্যবস্থা করেছি। ইচ্ছে করলে যে কোন ক্রেতা বিক্রেতা এখানে চাহিদা মত কোরবানীর গরু কেনা বেচা করতে পারবেন। তিনি আরো জানান, ১৪ জুলাইয়ের পর লকডাউন স্বাভাবিক হলে সরকার হাট খোালার অনুমতি দিলে ক্রেতা-বেক্রেতারা তাদের চাহিদামত কেনা বেচা করতে পারবে।