চৌহালী/এনায়েতপুর

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদ পেলেন চৌহালী’র সোলাইমান হোসাইন

স্টাফ রিপোর্টার:

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মোঃ সোলাইমান হোসাইন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠির মাধ্যমে উক্ত ব্যক্তির পদপ্রাপ্তির বিষয় নিশ্চিত করা হয়েছে।
মোঃ সোলাইমান হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক ছিলেন।
পদপ্রাপ্তির বিষয়ে নব মনোনীত কেন্দ্রীয় সহ সম্পাদক মোঃ সোলাইমান হোসাইন বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। পরিশ্রমের ফলস্বরুপ বাংলাদেশ ছাত্রলীগের নীতিনির্ধারকগণ আমাকে সহ-সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন লক্ষ্য একটাই। সর্বাত্মকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অংশগ্রহণ করা।
পদ প্রাপ্তিতে ইতিমধ্যে তার জন্মস্থান চৌহালী উপজেলার আওয়ামিলীগের কার্যকারী সদস্য ও বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রহিম রেজা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মোল্লা সহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।