কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী বকুলের ফাঁসির আদেশ
মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টার ঃ
বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী বকুল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, জেলার রাজিবপুর উপজেলার চরসাজাই নয়াপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বকুল মিয়া তার আপন বড় ভাইয়ের বউয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনার প্রতিবাদ জানান স্ত্রী শাহীনা বেগম। এর জেরে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল মিয়া স্ত্রী শাহীনা বেগমকে গলা টিপে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে শাহীনার মৃত্যু শ্বাসরোধে হত্যা বলে প্রতীয়মান হওয়ায় শাহীনার বাবা শামছুল হক বাদী হয়ে বকুল মিয়া ও তার ভাবি নুরুন্নাহারকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ ১৩ বছর মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আদালত বকুল মিয়াকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর আসামি ও বকুল মিয়ার বড় ভাইয়ের স্ত্রী নুরুন্নাহারকে বেকসুর খালাস দেন আদালত।
মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন ফখরুল ইসলাম।