সারাদেশ

কুড়িগ্রামে ধরলা নদীর তীরের কাজ পরিদর্শন করলেন এমপি পনির উদ্দিন আহমেদ

মোঃবুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের খড়স্রোতা ধরলা নদীর বন‍্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদরের আর, ডি, এস বাজার (সারডোর্বে) ধরলা নদীর ভাঙ্গন রোধ প্রকল্পের বাম ও ডান তীরের কাজ পরির্দশন করেন কুড়িগ্রাম- ২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ। বুধবার (৭ জুলাই) দুপুর ২টায় ধরলার দুই তীরের বাধ নিমার্ন কাজের অগ্রগতি দেখতে এসে অসন্তোষ প্রকাশ করেন এমপি। এসয়ম এলাকাবাসীর সাথে কথা বললে, এলাকাবাসীও কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে এলাকাবাসীকে এমপি বলেন, কাজের অগ্রগতি সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে। পরিদর্শনে এসে পানি উন্নয়ন বোর্ডের কোন দায়িত্বরত কর্মকর্তাকে পাননি। পরিদর্শন শেষে তিনি জাতীয় পাটির স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, আজিজার রহমান মাস্টার (সদস্য সচিব ফুলবাড়ী) , হবিবর রহমান, মজিবর রহমান,কামরুজ্জামান লাভলু, এনামুল হক বসুনিয়া প্রমূখ।