সারাদেশ

কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠের ৯ম বর্ষ পূর্তি পালিত

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক মানবকন্ঠের ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন ও ইউনাইটেড প্রেসক্লাবের যৌথ আয়োজনে কলেজ রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম শাখার সাধারণ আলমগীর হোসাইন, গ্লোবাল টিভির কুড়িগ্রাম প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, অনলাইন বার্তা বাজার কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি খাজা ইউনুছ ইসলাম ঈদুল, সহ-সভাপতি আব্দুল হান্নান, রিয়াজুল ইসলাম সুমন, সাংগাঠনিক সম্পাদক রাজু আহমেদ, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি বুলবুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, ঢাকা পোস্টের প্রতিনিধি জুয়েল রানা, সিটি নিউজের প্রতিনিধি মোঃ ফজলুল করিম ফারাজি, দৈনিক দেশ প্রতিদিনের প্রতিনিধির আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন-ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম।

উপস্থিত অতিথিরা সাংবাদিক মনোয়ার হোসেন লিটন এর কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।