জাতীয়

কুষ্টিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা রাতের বেলা

স্টাফ রিপোর্টার ঃ

যশোর শিক্ষা বোর্ডের অধীন কুষ্টিয়ার একটি কেন্দ্রে এবার এক এসএসসি পরীক্ষার্থী শনিবার দিনের পরিবর্তে রাতের বেলা পরীক্ষা দেবেন। ধার্য্যকৃত পরীক্ষাগুলোর পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে রাতের বেলায় তার গ্রহনের আয়োজন করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের ইতিহাসে বিশেষ ব্যবস্থায় রাতের বেলায় পরীক্ষার আয়োজন এটিই প্রথম। খ্রিস্টান ধর্মীয় পরীক্ষার্থী রিকি হালদার ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট সম্প্রদায়ের’ সদস্য। ধর্মীয় বিধি-বিধান মতে শনিবার দিনের বেলা ওই সম্প্রদায়ের সদস্যদের হাতে লেখা সম্পূর্ণ নিষেধ। ফলে ওই পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ দিনের পরিবর্তে রাতের বেলায় পরীক্ষা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২ ফেব্রয়ারি শনিবার অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় পূর্ব নির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট সম্প্রদায়ের’ সদস্য পরীক্ষার্থী রিকি হালদার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী এমএন হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দেবেন। এছাড়া আগামী ৯, ১৬ ও ২৩ ফ্রেবুয়ারি শনিবার অনুষ্ঠেয় পরীক্ষাগুলোও হবে রাতের বেলায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত পত্রে এ নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনামাটি কুষ্টিয়ার জেলা প্রশাসক, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের কাছে পাঠানো হয়েছে। কুমারখালী এমএন হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ মহম্মদ বাশার জানান, ‘যশোর শিক্ষা বোর্ডের নির্দেশ মোতাবেক বিশেষ ব্যবস্থায় রাতের বেলায় পরীক্ষার্থী রিকি হালদারের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অন্য সব পরীক্ষার্থীর ন্যায় রিকি হালদারকে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই তাকে অন্য একটি কক্ষে নিয়ে আলাদাভাবে বসিয়ে রাখা হবে। খাওয়া-দাওয়া, শৌচাগারসহ সব কিছু ওই রুমে বসেই সে করবে এবং কোনভাবেই বাইরে যেতে পারবে না। রাতে পরীক্ষা শেষে সে কেন্দ্র ত্যাগ করবে। এভাবেই শনিবার দিন ধার্য্যকৃত মোট চারটি বিষয়ের পরীক্ষায় রাতে অংশগ্রহণ করবে রিকি হালদার।’ রিকি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের ছাত্র এবং বিজ্ঞান বিভাগ থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার পিতা রিপন হালদার এবং মা তৃষ্ণা হালদার দুজনই কুষ্টিয়ার এ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল (এইমস) ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান উপজেলার এমএন হাইস্কুল কেন্দ্রে এক পরীক্ষার্থীর রাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তবে এটি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত বলে তিনি জানান। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ‘পরীক্ষার্থী রিকি হালদারের আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিষয়টি আমলে নিয়ে বোর্ড কর্তৃপক্ষ রাতের বেলায় পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত নিয়েছে।’