সারাদেশ

কুড়িগ্রাম সদরে করোনা মোকাবেলায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নে করোনায় কর্মহীন রিকশাচালক ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। করোনা মহামারি নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ অভিযানের পাশাপাশি দুস্থদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন।

আগামী দিনে এধরণের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সরকারি খাস জমিতে বাসকারী মানিক চন্দ্র (৬৫) দুদিন থেকে খাদ্য সংকটে আছেন। খাদ্যের সংকটে বাজারে আসেন কিছু ব্যবস্থা করার জন্য।

সেসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। মানিকের খাদ্যাভাবের কথা শুনে তাকে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, লবণ দেয়া হয়। পরে বয়সের ভারে খাদ্যের বস্তা নিতে না পারায় রিকশা করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “লকডাউন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে করোনায় দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। সেই সাথে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাস্ক বিতরণ করছি। আমাদের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।