সারাদেশ

কুড়িগ্রামে ৭ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মোঃ বুুলবুুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা বাজারে চায়ের দোকানের পিছনে ৭বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানান, গত ৩ মে দুপুরে বাড়ির পাশে চায়ের দোকানের পিছনে ৭বছরের শিশুটি ধর্ষনের স্বীকার হয়। একই এলাকার মৃত্যু ওমর আলীর ছেলে চায়ের দোকানের কর্মচারী আলম মিয়া (৪০) লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের পিছনে ডেকে নিয়ে যায়। এবং সেখানে কেউ না থাকায় মেয়েটিকে জোড় পূর্বক ধর্ষণ করেছে বলে জানা গেছে। তিনদিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি শিশুটি। পরে প্রচন্ড ব্যাথা ও রক্তপাত হওয়ায় গত রাতে তার মাকে সব ঘটনা খুলে বলে সে। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় কন্যা শিশুর মা কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে শুক্রবার (৭মে) সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।