সারাদেশ

কুড়িগ্রামে রাস্তার রেলিং এর ইট চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক ১ চোর

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের বানিয়াপাড়ার এসিল্যান্ড ছড়ায় উপর পাকা রাস্তার রেলিং ভেঙ্গে ইট
চুরি করে বিক্রির সময় ১ চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন একই এলাকার আব্দুর জব্বার মিয়া ছেলে চাঁদ মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাস্তার রেলিং এর ৭০টি ইট চুরি করে। চুরিকৃত ইট সকালে বিক্রির সময় স্থানীয়দের সন্দেহ হলে চোরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে নিজেই স্বীকার করে এগুলো চুরি করা ইট। তখন তারা ৯৯৯ ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, ইট চোর (চাঁদ মিয়া) মাদক কারবারীর সাথে জড়িত। দীর্ঘদিন থেকে বিভিন্ন নলকূপ, নলকূপের হেন্ডেল, পাম্প মোটর, হাসঁ-মুরগি চুরি করতো সে। তার কারণে কেউ নিরাপদ না। তাই প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়েছে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, স্থানীয়রা এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোঃবুলবুল ইসলাম
কুড়িগ্রাম