সারাদেশ

কুড়িগ্রামে মোবাইলে চাঁদা দাবী, না পেয়ে দোকানে আগুন লাগানোর অভিযোগ

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজারের এক ব্যবসায়ীকে ০১৮৫৮-৯৪৭২৭৩ এই মোবাইল থেকে কল করে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে আচ্ছে। সর্বশেষ কল করার পর টাকা না পেয়ে গত বুুুধবার (১৪জুলাই) গভীর রাতে ত্রিমোহনী বাজারের কালিরহাট রোডের ব্যবসায়ী মিনহাজুল ইসলাম (১৮) ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে ধারনা করা হচ্ছে।

দোকানের মালিক মিনহাজুল ইসলাম আজ বৃহস্পতিবার (১৫জুলাই) সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানের সামনে ছাই পরে রয়েছে। এরপর ওই ব্যক্তি দোকানের শাটার খুলে দেখতে পায় দোকানে থাকা মনিটর, পিসিসহ ইলেকট্রিক বেশকিছু মালামাল পুড়ে গেছে। পাশাপাশি দোকানের বাইরে একটি সিরিন্জ ও একটি বোতলের কক দেখতে পান। যাতে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। দোকানের মালিকের অভিযোগ ২লক্ষ টাকা চাঁদা না পেয়ে এই কাজ করেছে।

দোকান মালিকের বাবা আমিনুল ইসলাম বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। তাহলে আমার এমন সর্বনাশ কারা করবে, বুঝতে পারছি না। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ত্রিমোহনী এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।