সারাদেশ

কুড়িগ্রামে নব-নির্বাচিত ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে শাকসবজি বিতরণ

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে শাকসবজি বিতরণ করেছেন।

বুধবার (১৪জুলাই) কুড়িগ্রাম শাপলা চত্বর মোড়ে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী এসবজি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারন সাম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নয়নসহ জেলা ছাত্রলীগসহ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।