সারাদেশ

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে একটি কদম গাছ ভে‌ঙ্গে যাওয়ার বিবা‌দে প্রাণ গেল হো‌মিও চি‌কিৎস‌কের

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উ‌লিপুর উপ‌জেলায় প্রতিপ‌ক্ষের হামলায় লা‌ঠির আঘা‌তে ফুল মিয়া (৬০) না‌মে এক ‌হো‌মিও চি‌কিৎস‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার বজরা ইউ‌নিয়‌নের পূর্ব বজরা (মাটিয়াল আদর্শ) বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় দুই নারী সহ ৫ জনকে আটক করেছে পু‌লিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) শেখ আশরাফুজ্জামান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ব‌লেও জানান ও‌সি। নিহত ফুল মিয়া ইউনিয়নের পূর্ব বজরা আদর্শ মাঠিয়াল এলাকার জহুর আলীর ছেলে। নিহত ফুল মিয়া পেশায় হোমিও চিকিৎসক বলে জানা গেছে। অ‌ভিযুক্ত আটক ব‌্যক্তিরা হ‌লেন, ফেরদৌস (৫০), তার স্ত্রী আনেছা বেগম (৪৬), ছেলে আজিজুল (২৮), রাশেদুল ইসলাম (১৮) ও পুত্রবধু সিদ্দিকা বেগম (২২)। এলাকাবাসী জানায়, কয়েকদিন পূর্বে কালবৈশাখী ঝড়ে ফুল মিয়ার কলাগাছ উপড়ে পড়ে জ‌মির সীমানায় থাকা প্রতিবেশি ফেরদৌস এর ছোট একটি কদম গাছ ভেঙে যায়। বৃহস্পতিবার দুপুরে ফুল মিয়া কলাগাছ গুলো অপসারন করতে যান। এসময় কদম গাছ ভেঙে পড়ার কারণে ফেরদৌস তাকে গালিগালাজ করেন। ফুল মিয়া এর প্রতিবাদ করলে দুই প‌ক্ষের বিবাদ শুরু হয়। এসময় ফেরদৌস ও তার পরিবারের লোকজন ফুল‌মিয়া‌কে পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রেন।

স্থানীয়রা ফুল মিয়াকে উদ্ধার করে নিকটবর্তী চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানায়, ফুল মিয়ার মৃত‌্যুর খব‌রে স্থানীয়রা ফেরদৌস ও তার প‌রিবা‌রের লোক‌দের আটক করে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে ফের‌দৌস ও তার স্ত্রী সহ পাঁচজন‌কে আটক ক‌রে থানায় নেয়। ও‌সি শেখ আশরাফুজ্জামান জানান, হত্যাকান্ডের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।