সারাদেশ

কুড়িগ্রামে এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গত ১ মাস থেকে শীতের দাপটে কাপছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। ১ মাসে মোটেই কয়েকদিন দেখা দিয়েছিলো সুর্যের।চলতি সপ্তাহে তাপমাত্রা ছিলো ৬- ৯ মধ্যে।

এ অবস্থায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশন।

২৮ জানুয়ারি দুপুর ১২ টায় কুড়িগ্রাম স্মৃতিসৌধের সামনে ২০০ জন অহসায় ও দুস্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হায়।

এসময় উপস্থিত ছিলেন, এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের আজীবন সদস্য আলতাফ হোসেন, আখেরুজ্জামান, মোঃ শাহাদাৎ হোসেন, হুমায়ুন কবির লায়ন, মোক্তার হোসেন শিমুল, জাকিরুল ইসলাম বকসী, মোমিনুল ইসলাম মোমিন, শিপন মাষ্টার , আলম মাষ্টার, হারুন, হায়দার আলী, ও রফিক ।

শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এসব অসহায় দুস্ত মানুষেরা।

উক্ত শীতবস্ত্র বিতরণে আর্থিক সহায়তা দান করেন ডেভেলপমেন্ট ডিজাইন এন্ড কনসালটেন্ট।

মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম