কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের ঢেউটিন বিতরণ
মোঃ বুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০মে (বৃহঃবার) দুপুর ১২ টায় ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ গ্রামে বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ২টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম, ওসি রাজীব কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত প্রমূখ। আগুনে ক্ষতিগ্রস্ত মানিক মিয়া ও হোসেন আলী বলেন, ঈদের আগের রাতে আমাদের বাড়ি আগুনে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পর সরেজমিন পরিদর্শনে আসায় এবং ত্রাণ দেয়ার জন্য সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও, সমাজসেবক আল মামুন সুজন এবং এমপির প্রতিনিধি এনামুল হক বসুনিয়াকে ধন্যবাদ জানাই।