কুড়িগ্রামের ফুলবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
মোঃবুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদুৎতিক সেচ পাম্পের সংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা দুই শিশু বালাতারী গ্রামের মমিনুল হকের ছেলে আল আমিন (১২) ও আজিজুল হকের ছেলে আলীমুল(৭)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশের জমিতে সেচ দেওয়ার বৈদ্যুতিক পাম্পের সংযোগ তার মাটির কাছাকাছি ঝুলে ছিল। বুধবার সকালে আল আমিন ও আলীমুল ওই তারের পাশ দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
