সারাদেশ

কালিহাতীতে ৭ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারবেষ্টার মেশিন বিতরণ

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে শতকরা ৫০ ভাগ ভতুর্কিতে ৭ জন কৃষককে কম্বাইন্ড হারবেষ্টার মেশিন দেয়া হয়েছে। রবিবার ( ১১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ মেশিনের চাবি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি. কম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কম্বাইন্ড হারবেষ্টার মেশিন কৃষকের সময় ও অর্থ দুই-ই বাঁচায়। এই মেশিনে দ্রুত সময়ে ধান কেটে জমিতেই ধান মাড়াই করা হয়। ডিজেল চালিত এই মেশিনে ঘন্টায় ১০০ শতক বা ১ হেক্টর জমির ধান কাটা যায়। ধান বাড়িতে নিয়ে আসা পর্যন্ত বিঘা প্রতি ( ৩০ শতাংশে এক বিঘা) খরচ হয় ২ হাজার ২শত টাকা। অথচ ধান কাটা শ্রমিক দিয়ে এই পরিমাণ জমির ধান কাটতে কমপক্ষে খরচ হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। কম্বাইন্ড হারবেষ্টার মেশিনের দাম ৩০থেকে ৩১ লাখ টাকা। কৃষকদের জন্য সর্ব্বোচ্চ ১৪ লাখ টাকা সরকারি ভর্তুকিতে কৃষকদের এই মেশিন দেয়া হচ্ছে। বাকি টাকাটা দিচ্ছেন কৃষক। রবিবার উপজেলা চত্বরে উজ্জ্বল তালুকদার, আয়নাল হক, তোফাজ্জল হোসেন, ইব্রাহিম তালুকদার, আমির হোসেন লেবু, আলী আজম, মশিউর রহমান তালুকদার, নাজমা আক্তার রিয়া এদেরকে ৭টি মেশিন দেয়া হয়।