সারাদেশ

কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে উপকরন সহায়ক ও নগদ অর্থ বিতরণ

মো: শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল বেসরকারি সংস্থা নিজেরা শিখি(নিশির) উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার কালোহা সরকারি প্রাথমিব বিদালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৫ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সেবা, নগত অর্থ ও হাঁস বিতরণ বিতরন করা হয়।

যনিজেরা শিখি (নিশি)র সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,নিশির নির্বাহী পরিচালক মো.আজাহার আলী,প্রধান অতিথি ছিলেন, পাইকড়া ইপি চেয়ারম্যান মো: আজাদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন, জেলা উপ-সহকারি কমিউনিটি কর্মকর্তা বীর মুক্তি যোদ্ধা ডা.মো: ওয়াজেদ আলী, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম মিয়া, কালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ জিয়ারত আলী,উপজেলা তৃনমূল নারী নেত্রী নেটওয়ার্কের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি,তৃনমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি কহিনুর আক্তার,নারী নেত্রী নেটওয়ার্কের বল্লা ইউনিয়নের সাধারন সম্পাদক ইসমত আরা নুর,মাঠ সংগঠক মনোয়ারা প্রমুখ।