সারাদেশ

কালিহাতীতে খাদ্য বান্ধব কর্মসূচীর ৪৮ বস্তা চাল জব্দ

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল  প্রতিনিধিঃ

টাঙ্গাইল কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামে খাদ্য বান্ধব কর্মসূচীর ৪৮ বস্তা চাল জব্দ করেছেন কালিহাতী সহকারী কমিশনার ( ভূমি )ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।জানাযায়, বুধবার (২৪ মার্চ)   রাত ৩টায় নাগবাড়ী ইউনিয়নের ১০ টাকা মূল্যের চালের রেশন ডিলার ইয়াছিন আলী তার গোডাউন থেকে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে ২টি অটো গাড়ীতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ওই চাল আটক করে প্রশাসনকে অবহিত করলে  বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাউল আটক  করে কালিহাতী থানায় নিয়ে আসেন।নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ মিয়ার বড় ভাইয়ের নামে রেশন ডিলারশীপ থাকলেও ওই নেতাই সকল কিছু দেখাশোনা করে থাকেন। একটি সূত্র জানায় জিন্নাহ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেনামে নিজেই ডিলারশীপ আয়ত্ত করেন। জিন্নাহ ‘র গোডাউন থেকে এর আগেও কালো বাজারীর চাল আটক করা হয়েছিল। উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী কতিপয় সদস্যের ছত্রছায়ায় জিন্নাহ দীর্ঘ দিন যাবত নানা রকম অপকর্মের সাথে যুক্ত থেকে বিপুল পরিমান বিত্ত ভৈববের মালিক বলে গেছেন।একটি সূত্রে জানা গেছে সাবেক শিবির কর্মী বর্তমানে জামাত নেতা ইয়াছিন আলী জিন্নাহ ‘র আপন বড় ভাই! তার পরও চতুর জিন্নাহ্ নব্য আওয়ামীলীগার হয়ে নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সম্পাদক হতে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হয়েছেন ক্ষমতাশালী এক আওয়ামীলীগ নেতার মদদে । নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিদাবী করেছেন। 
এই রিপোর্ট লেখা পর্যন্ত  কালিহাতী থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন কালিহাতী থানা অফিসার ইনচার্জ সওগাতুল আলম।