কালিয়া কান্দাপাড়া হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরের কালিয়া কান্দাপাড়া হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী আনিসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বুধবার (১৭ এপ্রিল -২০১৯)দুপুর পর্যন্ত প্রায় ৫৯ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর জানান, কালিয়া কান্দাপাড়া হাট পেরীফেরীভুক্ত সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল কতিপয় ব্যবসায়ীবৃন্দ।এর ফলে হাটের সময় বিশেষ করে কোরবানি ঈদের সময় সদর উপজেলা হতে কামারখন্দ যাওয়ার এ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাই এ রাস্তা যানজটমুক্ত করা ও সরকারি জায়গা অবৈধ দখলদার থেকে দখলমুক্ত করতে সকাল থেকে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুপুর পর্যন্ত প্রায় ৫৯টি উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন বনবাড়ীয়া ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার তারিকুল ইসলাম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম,পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান রুবেল,সদর থানা পুলিশের সদস্যবৃন্দ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।