বেলকুচি

কারাগারে বেলকুচির উপজেলাভাইস চেয়ারম্যান

নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২৯ জানুয়ারি সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক বেগম ফাহমিদা কাদের তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।