কামারখন্দ

কামারখন্দ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

খাইরুল ইসলাম ,(স্টাফ রিপোর্টার) :

কামারখন্দ হাজী কোরপ আলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ১১ টায় কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক এর উদ্যোগে এবং কলেজের সকল শিক্ষকদের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বট ঔষধি ফলজ ইত্যাদি অনেক ধরনের গাছ লাগানো হয়। বৃক্ষরোপন করতে এসে কলেজের অধ্যক্ষ মকতেল হোসেন জানায় এনামুলের এই উদ্যোগ কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে আগামী ১০০ বছরে স্মৃতিচারণায় এই বৃক্ষরোপণ ব্যাপক ভূমিকা পালন করবে। এনামুলের এই উদ্যোগে আমরা সকল শিক্ষকবৃন্দ অনুপ্রাণিত। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজ শাখার অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীর পাশাপাশি কলেজের প্রায় শিক্ষক উপস্থিত থেকে এই বৃক্ষ রোপন করেন এবং বৃক্ষরোপণ শেষে দোয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।