কামারখন্দে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল২০২২ অনুষ্ঠিত
আমিরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি)ঃ
কামারখন্দ শিশুদের গণতন্ত্র চর্চায় উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের গণতন্ত্র চর্চায় ভোটের অধিকার প্রয়োগ করে স্টুডেন্ট কাউন্সিল২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্রের হাতে খড়ি, প্রাইমারিতে শুরু করি এই শ্লোগানকে সামনে রেখে সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের ন্যায় কামারখন্দ উপজেলাতেও হৈ চৈ আর উৎসাহ-উদ্দীপনায় স্টুডেন্টদের এই কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হৈ-হুল্লোড় ও ব্যাপক আনন্দ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। শিশু ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পোস্টার টানানো হয়েছে। প্রার্থীরা পোস্টার ছাপিয়ে নির্বাচন প্রচারণা করতে দেখা গেছে। সেখানে নির্বাচন কমিশনারকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে বিভিন্ন ছাত্র-ছাত্রীদেরকে। আবার তারাই কাজ করছে সহকারী পিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তারা হিসেবে। ৩য় শ্রেণি থেকে ২ জন, ৪র্থ শ্রেণি থেকে ২ জন এবং ৫ম শ্রেণি থেকে ৩ জন নির্বাচিত হবে। এর বিপরিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা গেছে ৫ থেকে ১০ জন পর্যন্ত।
এছাড়াও পছন্দের প্রার্থীদের পক্ষে অনন্য শিক্ষার্থীদের মিছিল এবং হাতে হাতে লজেঞ্জ বিলি করতে দেখা গেছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রধান শিক্ষক ও এস এসসির সভাপতিগণকে সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করে বিদ্যালয় পর্যায়ে এসএমসি, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। তারপর নিয়োগ দেওয়া হয় নির্বাচন কমিশনার। পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়ন আহ্বান, জমা, বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অফিসার সন্ধ্যা রানী জানায়, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করার পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্যই এই নির্বাচন।