কামারখন্দে ১ম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা২০২২ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কামারখন্দ প্রতিনিধি ঃ
“জনশুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের ন্যায় কামারখন্দ উপজেলাতেও প্রথম ডিজিটাল শুমারি আগামী ১৫-২১জুন জনশুমারি ও গৃহগণনা২০২২ কে সফল করার লক্ষ্যে তথ্য গণনাকারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জোনাল অফিসার মোঃ আব্দুল হাকিম জানান, গত ৪/৬/২০২২ থেকে ১২/৬/২০২২ পর্যন্ত ২টি ব্যাচের মাধ্যমে মোট ৩৫৮জন তথ্য গণনাকারী এবং ৬২জন সুপার ভাইজারকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করানো হয়। তিনি আরো বলেন এবারের জনশুমারি ও গৃহগণনা২০২২ ডিজিটাল পদ্ধতিতে হবে।প্রত্যেক তথ্য গণনাকারীগন ট্যাবের মাধ্যমে তথ্য দাতাগনের তথ্য সংগ্রহ করবেন।