কামারখন্দে হাতি দিয়ে চাঁদাবাজি ছবি তোলায় সাংবাদিকে হুমকি।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পিবিএ নিউজ এজেন্সি সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ হাতি দিয়ে চাঁদাবাজির ছবি তুলতে গেলে তার ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকি দেন হাতির পিঠে চড়া ওই চাঁদাবাজ। প্রত্যক্ষদোর্ষীরা জানান, পিবিএ নিউজ এজেন্সি সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ হাতির চাঁদাবাজির ছবি তুলতে গেলে তাকে গালি গালাজ ও ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন।
এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে তিনি কামারখন্দ থানার ওসির সাথে কথা বলার জন্য বলেন। রাশিদুল বস্ত্রবিতান এর মালিক মো. উজ্জ্বল হোসেন বলেন, টাকা না দিলে বিভিন্ন ধরনের ঝামেলা করেন এছাড়া কম টাকা দিলে নেয় না অনেকটা ঝামেলা আর ভয়ে টাকা দিয়ে দেওয়া হয়। ফারুক নামে আরেক দোকানদার বলেন, টাকা না দিলে দোকান থেকে যায় না এছাড়া কাষ্টমার আসবে না এজন্য ভয় করেই টাকা দেওয়া হয়।
আব্দুল আলিম নামে কলার দোকানদার বলেন, একটা ছেলে হাতি আলাকে বলেছে আপনি হাতি দিয়ে ঝামেলা করছেন কেন তখন ওই ছেলেকে বলে তুই আমাকে চিনিস, তাকে গালি দেয় এবং হাতি দিয়ে তাকে তারিয়ে দেয়।অন্তর নামে আরেকজন বলেন, টাকা না দেওয়ার ভয়ে নিজের দোকান থেকে অন্য দোকানে গিয়েছিলাম। আমার সংবাদ এর কামারখন্দ উপজেলা প্রতিনিধি বলেন, পিবিএ নিউজ এজেন্সি সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ হাতি দিয়ে চাঁদাবাজি করার ছবি তুলতে গেলে তাকে গালি দেয় এবং ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেয়। পরে আমিসহ সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ হাতির পিছে পিছে ২ কিলোমিটার গেলে কামারখন্দ থানার কাছে পুলিশ হাতিটির উপরে উঠা ছেলেটিকে থামাতে বললে হাতি না থামিয়ে চলে যায়।
কামারখন্দ থানার এএসআই সুশান্ত বলেন, হাতির কাছে গেলেই তো ভয় লাগে এছাড়া আমরা যদি হাতিটির উপরে উঠা ছেলেটিকে ধরি তখন হাতি কে নিয়ন্ত্রণ করবে কে।