কামারখন্দ

কামারখন্দে শ্লীলতাহানির অভিযোগ।

খাইরুল ইসলাম ,(কামারখন্দ প্রতিনিধি) :   

সিরাজগঞ্জের কামারখন্দে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে। ওই ছাত্রী উপজেলার ডিডি শাহবাজপুর পঞ্চগ্রাম আবু হানিফা (রহঃ) দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দা। কামারখন্দ ইউএনও বরাবর অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার দুপুরে টিফিন শেষে বাড়ী থেকে মাদ্রাসায় যাচ্ছিল ওই ছাত্রী। ওই ছাত্রী মাদ্রাসার কাছাকাছি পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা একই গ্রামের আকাল বাবুর ছেলে একই মাদ্রাসার ৯ম শ্রেণিতে পড়ুয়া মেরাজ ওই মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় ওই মেয়ের গালে কামর ও শরীরে হাত দেয় মেরাজ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত মেরাজ পলাতক রয়েছে। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় মাতুব্বর ও ইউপি সদস্য রফিক পায়তারা করছেন। মঙ্গলবার বিকেলে মেরাজের বাড়ীতে গেলে তার মা-বাবাকে না পাওয়া গেলেও তার স্বজনেরা জানান, গ্রামের মাতুব্বরেরাই সব। তারা যা করবে তাই হবে। এ বিষয়ে মেয়ের বাবা জানান, মেয়ের সাথে এমন ব্যবহার হওয়ায় ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। তবে পরিবারের সবার সাথে কথা বলে থানায় অভিযোগ দায়ের করা হবে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় আমাদের কাছে এখনও কেউ আসেনি। আমাদের কাছে এ ধরনের ঘটনার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।