কামারখন্দ

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

খাইরুল ইসলাম ,(কামারখন্দ প্রতিনিধি ) :

সিরাজগঞ্জের কামারখন্দে  ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী উপজেলার ডিডি শাহবাজপুর পঞ্চগ্রাম আবু হানিফা (রহঃ) দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দা। ছাত্রীর বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে মেরাজকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।
 এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রী যৌন নিপীড়নের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুুক্ত মেরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 উল্লেখ্য, গত সোমবার দুপুরে টিফিন শেষে বাড়ী থেকে মাদ্রাসায় যাচ্ছিল ওই ছাত্রী। ওই ছাত্রী মাদ্রাসার কাছাকাছি পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা একই গ্রামের আকাল বাবুর ছেলে একই মাদ্রাসার ৯ম শ্রেণিতে পড়ুয়া মেরাজ ওই মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় ওই মেয়ের গালে কামর ও বুকে হাত দেয় মেরাজ।