কামারখন্দে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরু সহ এক মহিলা নিহত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামে মাঠে গরু আনতে গিয়ে স্বামী পরিত্যক্ত রোমেনা বেগম (৫০) বজ্রপাতে গরুসহ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যপক শোকের ছায়া নেমেছে।
নিহতের চাচাতো ভাই ইকবাল সরকার জানান, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উত্তর-পশ্চিম কোণে কালো মেঘে ঢেকে যায়। সেইসাথে মেঘের তর্জন-গর্জনও শুরু হয়। এ সময় বাড়ির উত্তর মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ তিনি নিহত হন।