কামারখন্দে মাইক্রোবাসের চাপায় ১নারীর মৃত্যু
আজিজুর রহমান মুুুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের চাপায় আনোয়ারা (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের চার সদস্য। বুধবার (২৭ ফেব্রুয়ারি-২০১৯) সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা উপজেলার ভারাঙ্গা গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম মাইক্রোবাসে করে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে ঝাঐল ওভার ব্রিজ এলাকায় আনোয়ারা নামে এক নারী দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ওই গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে পাশের খাদে পড়ে গেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের চার সদস্য আহত হন।