কামারখন্দে বীর প্রতীক হোসেন আলী তালুকদার আর নেই
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী তালুকদার জন্মদিনেই চলে গেলেন না ফেরার দেশে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১লা জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি ১৯৪০ সালের পহেলা জুলাই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর দশসিকা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবার নাম মৃত সাবের
হোসেন তালুকদার।
বীর প্রতীক হোসেন আলী তালুকদার বাংলাদেশ
সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালের ১৫ আগষ্ট অবসর গ্রহন করেন। মৃত্যু কালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।
শুক্রবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।