কামারখন্দে বিএসটিআই অনুমোদন নকল করে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই।
খাইরুল ইসলাম, (কামার খন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় শালদাইর গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে সাথী লাচ্ছা সেমাই। শনিবার (২৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। তৈরিকৃত লাচ্ছা সেমাই বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারসহ জেলার বিভিন্ন উপজেলায়। সাথী লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে তৈরিকৃত লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই অনুমোদন স্টিকার লেখা থাকলেও ফ্যাক্টরির ম্যানেজার মো. শাহ আলম অনুমোদনের কাগজ দেখাতে পারেননি স্থানীয় এলাকাবাসীর অভিযোগে জানা যায়, লাচ্ছা সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে কয়েকদিনের বাঁশি পোড়া তৈল ও রং যা মানব দেহের জন্য ব্যাপক ক্ষতিকর। প্যাকেটের গায়ে লাচ্ছা সেমাই তৈরির প্রতিষ্ঠান সিরাজগঞ্জ বেসিক শিল্প এলাকায় শিয়ালকোল দেখানো হলেও এখানেও কামারখন্দ উপজেলায় ঝাঐল ইউনিয়নে শালদাইর গ্রামে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। যা ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। এব্যাপারে ম্যানেজার মো. শাহ আলম এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজী হননি।সাথী লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানের মালিক ফেরদৌস রহমান কুট্টি না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।